ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এক মাসের মধ্যে ভাড়া বাস বন্ধ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ট্রাফিক সচেতনতা সমাবেশে তিনি এ কথা বলেন।
কমিশনার জানান, ঢাকায় ১৩০ টি বাস স্টপেজ চিহ্নিত করা হয়েছে। এর বাইরে যাত্রী ওঠানামা করলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, দৈনিক ১২ থেকে ১৮ ঘণ্টা ডিউটি করে পুলিশের পক্ষে সড়ক নিয়ন্ত্রণ করা কঠিন। সেজন্য জনসচেতনতা জরুরি বলে মনে করেন তিনি। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান আছাদুজ্জামান মিয়া। অনুষ্ঠানে ট্রাফিক গাইডের মোড়ক উন্মোচন করেন ডিএমপি কমিশনার।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














