ব্রাজিল সময় গত সোমবার চায়না মিডিয়া গ্রুপ জি-২০-এর যুব শীর্ষসম্মেলন, ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনের মহাসচিব কার্যালয়ের যৌথ উদ্যোগে রিও ডি জেনিরোতে ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর যুব মিডিয়া কার্যক্রম চালু করেছে। এতে ৭৪টি দেশের ২১৫টি তথ্য মাধ্যমের অংশগ্রহণে ‘গ্লোবাল সাউথ দেশগুলোর মিডিয়ার যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠন উদ্যোগ’ প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে চীনের উপ প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়োং বলেন, জি-২০-এর ১৯তম শীর্ষসম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ব উন্নয়নে চীনের সমর্থনের আটটি কার্যক্রম ঘোষণা করেছেন। এর মাধ্যমে বিশ্ব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন, ‘গ্লোবাল সাউথ’ গবেষণা কেন্দ্র স্থাপন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকান ইউনিয়নের সঙ্গে চীনের ‘উন্মুক্ত বিজ্ঞান আন্তর্জাতিক সহযোগিতা উদ্যোগ’ চালু করার ওপর জোর দেওয়া হয়েছে। ‘গ্লোবাল সাউথ’ দেশ, তথা বিশ্বের যে কোনো জাতির জন্য যুবকরা সুন্দর ও মূল্যবান সম্পদ। সিএমজি সব অংশীদারদের সঙ্গে ‘গ্লোবাল সাউথ’ দেশের যুব মিডিয়া কার্যক্রম চালু করেছে। এর উদ্দেশ্য হল, সংশ্লিষ্ট দেশের যুবকদের মিডিয়া, শিল্প উদ্ভাবন, সামাজিক তদন্ত, ক্রীড়া বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় করার একটি মঞ্চ স্থাপন করা। সিএমজি অংশীদারিদের সঙ্গে বিশ্বের প্রত্যেক যৌবনের স্বপ্ন লালন করতে, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে এবং টেকসই উন্নত বিশ্ব তৈরি করতে নিজের অবদান রাখবে।
শ্রীলংকার প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া অভিনন্দনবার্তায় বলেন, এই কার্যক্রম ‘গ্লোবাল সাউথ’ দেশগুলোর যুবকদের বিনিময় জোরদার করায় নতুন অবদান রাখতে পারবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এই কার্যক্রম বিশ্বের যুবকদের ভবিষ্যত বিশ্ব উন্নয়নের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ।। বিডি টাইমস নিউজ