অসংখ্য নাটকের আরেক প্রতিভাধর অভিনেতা তিনি। কাজ করেছেন কিছু সিনেমায়ও। পাশাপাশি গানেও পারদর্শী। একক অ্যালবাম রয়েছে ফজলুর রহমান বাবুর। গান গেয়েছেন মিশ্র অ্যালবামেও। এছাড়া সিনেমায়ও গান গেয়েছেন। মোশাররফ করিমের মতো বাবুও দর্শক হাসানোর কাজে সিদ্ধহস্ত।
১৯৬০ সালের ২২ আগস্ট জনপ্রিয় এই অভিনেতার জন্ম হয় ফরিদপুরে। শৈশব সেখানেই কাটে। তবে কর্মস্থল পরিবর্তনের কারণে পরবর্তীতে ঢাকার বাসিন্দা হয়ে যান ফজলুর রহমান বাবু। তিনিও জন্মদিনের উৎসবটা পারিবারিকভাবে করতে পছন্দ করেন। করেণও তাই। বিশেষ এ দিনে ইতোমধ্যে বহু শুভেচ্ছাবার্তা পেয়েছেন বাবু। ১৯৭৮ সালে ফরিদপুরে ‘বৈশাখী নাট্য গোষ্ঠীতে’ যোগদানের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এই অভিনেতা ও গায়ক। একই বছর বাবু প্রথমবারের মতো জাতীয় নাট্য উৎসবে অভিনয় পরিবেশন করেন। এর মধ্যে তিনি ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে যোগদান করেন এবং তার কর্মস্থল ঢাকায় স্থানান্তরিত হয়।
ঢাকায় এসে অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদের ‘আরণ্যক নাট্যদল’ মঞ্চ দলে যোগ দেন বাবু। মঞ্চে তার অভিনয়কৃত উল্লেখযোগ্য নাটক হলো, নঙ্কার পালা, পাথার এবং ময়ূর সিংহাসন। এরপর শুরু করেন টিভি নাটকে অভিনয়। অসংখ্য দর্শকপ্রিয় নাটক রয়েছে তার। সিনেমায় অভিনয় করে পেয়েছেন তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ