ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে এখনও অনড় খালেদা জিয়া। সরকার অযথাই খালেদার চিকিৎসা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে। বুধবার সন্ধ্যায় পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের একথা জানান তার আইনজীবী আহমেদ আজম খান।
তিনি বলেন, খালেদা জিয়া শারিরীক ভাবে অসুস্থ হলেও তার মনোবল দৃঢ় আছে। দলীয় নেতাকর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।এর আগে, বিকাল সাড়ে চারটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যান তার পরিবারের কয়েকজন সদস্য।
রুজমিলা হক
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ