ঈদের ছুটির পর আজ প্রথম কর্মদিবস হলেও, রাজধানীমুখী মানুষের ভিড় কম ছিল রেল-লঞ্চ এবং বাস টার্মিনালে। অন্যদিকে, ঈদের ভিড় এড়াতে যারা বাড়ি যাননি, তাদের বাড়ি যাওয়ার তোড়জোর দেখা গেছে বেশি।
উৎসব আনন্দ শেষ। এখন সময় পুরোনো কর্মব্যস্ত জীবনে ফেরা। কিন্তু আনন্দপ্রিয় মন যেন কর্মমুখী জীবনকে টেনে ধরে পেছনে। তাইতো ঈদ ছুটির পর প্রথম কর্মদিবস হলেও রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা ছিল কম। তবে ঈদের আগে যারা বাড়ি যাওয়ার সুযোগ পান নি অথবা যারা একটু স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে চেয়েছেন তারা রাজধানী ছাড়ছেন এখন। একই দৃশ্য রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ঢাকামুখী যাত্রীরা বেশ ঢিলেঢালা ভাবেই ফিরছেন।
সড়কপথেও একই অবস্থা। আগামী দুই তিনদিনের ভিড় এড়াতে কেউ কেউ ফিরছেন রাজধানীতে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ