আজ মঙ্গলবার(৯ জানুয়ারি) বিশ্বের ১১০টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ঢাকা। সকাল ১০টা ১৫ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউ এয়ার) সূচকে এ তথ্য দেখা গেছে।
তালিকায় শীর্ষে অবস্থান করা রাজধানীর বাতাসের মানের স্কোর ২৬২, অর্থাৎ নগরবাসীর জন্য আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। আর দুই নম্বরে অবস্থান করছে পাকিস্তানের করাচী শহর, যার বাতাসের মানের স্কোর ২১৭। এই মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া তালিকার শীর্ষ তিন নম্বরে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর লাহোর। শহরটির স্কোর ২০০। তালিকার চার নম্বরে আছে চীনের উহান শহর। যার স্কোর ১৯৪। অন্যদিকে ১৯৩ ও ১৮০ স্কোর নিয়ে তালিকায় পাঁচ ও ছয় নম্বরে রয়েছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি ও কলকাতা শহর। অর্থাৎ শহরগুলোর আজকের বাতাস অস্বাস্থ্যকর।