সারা দেশে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়ছে বিভিন্ন জেলা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে বাড়ছে শীতের তীব্রতা। রাজধানী ঢাকাসহ সব জেলাতেই বেড়ে শীতের প্রভাব। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যার পরই ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে থাকে। গত দুদিনে দেখা মেলেনি সূর্যের। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, উত্তরের জেলা দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারীতেও বেড়েছে শীতের তীব্রতা ও কুয়াশা। শীতের কারণে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। কনকনে ঠান্ডায় মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে ছুটছেন গরম কাপড়ের দোকানে। দেখা দিয়েছে ঠান্ডাজনিত নানা রোগবালাই।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। ডিসেম্বরের শেষ নাগাদ শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।