বাজারের আগুনে পুড়ছে মানুষের স্বাদ-আহ্লাদ। চলছে প্রয়োজনের চেয়ে, কম খেয়ে টিকে থাকার লড়াই। এর মধ্যে আকাশচুম্বী দরের মাছ-মাংস যেন স্বপ্ন হয়ে যাচ্ছে সীমিত আয়ের মানুষের কাছে। তবুও আপনজনের আবদার মেটানোর চেষ্টায় বাজার চষে বেড়ান অনেকেই।
সারা বাজার ঘুরেও মাছ কিনতে পারেননি জাকিয়া। বেশ কিছুক্ষণ দর কষাকষির পর কিনে নিলেন, মাছের মাথা আর কাঁটা। দুই ছেলে-মেয়ের আবদার মেটাতে এমন করুণ পরিস্থিতির মুখোমুখি বেসরকারি এই চাকরিজীবী। বাজারে গিয়ে এমন হিমশিম খাচ্ছে জাকিয়ার মত সীমিত আয়ের অসংখ্য পরিবার। চাহিদা থাকলেও উচ্চমূল্যের কারণে ক্রয়ক্ষমতা হারিয়েছেন অনেকে। বিক্রেতারা বলছেন প্রতিনিয়ত কমছে বিক্রি। ১১শ’ টাকায় খাসি, আর সাড়ে ৭শ’ টাকায় গরুর মাংস কেনার সামর্থ্যইবা আছে কয়জনের? উৎসব-আয়োজনে গরু-খাসির বিকল্প নেই বলেই ব্যবসা টিকে আছে। এমন মত, মাংস বিক্রেতার। সরকারি হিসেবে, গত এক বছরে ২০ থেকে ৩০ শতাংশ বেড়েছে সব ধরনের মাছ ও মাংসের দাম।