আজ বুধবার বেনোনির উইলোমুর পার্কে টস হেরে বোলিংয়ে নামতে হয় বাংলাদেশকে। যুক্তরাষ্ট্র টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও স্কোরবোর্ডে ১০৩ রানের বেশি জমা করতে পারেনি। যদিও দলটি উইকেট হারায় মোটে চারটি। বাংলাদেশ ৫ উইকেট হারালেও ১৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান আসে স্বর্ণা আক্তার ব্যাট থেকে। ম্যাচ সেরা হয়েছে অধিনায়ক দিশা বিশ্বাস। শক্তিশালী অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্সে ওঠার বন্দোবস্ত করে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। আজ বুধবার অনূর্ধ্ব-১৯ নারী টি২০ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্ব নিশ্চিত করলো দিশা-স্বর্ণারা। বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক হলো ৫ উইকেটের জয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সুপার সিক্সে খেলবে গ্রুপ ১-এ।
লক্ষ্য তাড়ায় নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১০ রান করে সুমাইয়া আক্তার ফিরলে ভাঙে এ জুটি। পরের ওভারে ফর্মের তুঙ্গে থাকা আফিয়া প্রত্যাশার (৭) উইকেট হারালে চাপেই পড়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দিলারা আক্তারকে নিয়ে স্বর্ণা আক্তার সেই চাপ সামাল দেন। যদিও ৩৮ রানের জুটি গড়ার পর এ দুই ব্যাটার পরপর দুই ওভারে ফেরেন সাজঘরে। ইনিংসের নবম ওভারে ১৪ বলে ২২ রান করে ফেরেন স্বর্ণা। পরের ওভারে দিলারা বিদায় নেন ১৫ বলে ১৭’রানের ইনিংস খেলে। ১৭ বলে ১০ রান করে দিশা বিশ্বাসও সাজঘরে ফেরেন বটে। তবে রানি সাহাকে নিয়ে ম্যাচ শেষ করে আসেন রাবেয়া খান। রানি অপরাজিত ছিলেন ১৪ রান করে। রাবেয়ার ব্যাট থেকে আসে ১৮ রান। যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন অদিতি। এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে হাতে উইকেট রেখেও বড় সংগ্রহ গড়তে পারেনি যুক্তরাষ্ট্র। বাংলাদেশি বোলারদের কিপটে বোলিংয়েই অল্পতে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। বোলিংয়ে এসে চতুর্থ ওভারে লাসিয়া মুল্লাপুদিকে (৫) সাজঘরে ফেরান দিশা বিশ্বাস। এরপর ৫৭ রানের জুটি গড়েন দিশা ধিংগ্রা ও স্নিগ্ধা পল। বড় জুটি গড়লেও দুজনই রান তুলেছেন ধীরগতিতে। ৩৯ বলে ২০ রান করে রানআউট হন ধ্রিংলা। স্নিগ্ধা গল আউট হন ৩৭ বলে ২৬ রান করে।
ধ্রিংলা ও স্নিগ্ধার বিদায়ের পর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে একশ’ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬’রানে মারুফা আক্তারের শিকার হন অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত থাকেন ইসানি। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট পেয়েছেন দিশা বিশ্বাস।