প্রকৃতি সব মানুষকেই কম বেশি কাছে টানে। প্রকৃতির সৌন্দর্যে ভেসে বেড়াতে চান না, এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। প্রকৃতি প্রেমিকদের যেসব বিষয়গুলো, অাকৃষ্ট করে তার মধ্যে পাহাড় অন্যতম। অার বাংলাদেশের পাহাড়দের মধ্যে অাকৃষ্ট করবে সাজেক ভ্যালি। সবুজে ঘেরা পাহড়ে চূড়ায় মেঘের লুকোচুরি মধ্যে সাজেক ভ্যালি অন্যতম। সৌন্দর্য লীলাভুমি হিসেবে পরিচিত সাজেক ভ্যালি। সাজেকের অায়তন প্রায় ৭০২ বর্গমাইল।
সাজেকের উওরে অাছে ভারত এিপুরা, দক্ষিণে রাঙামাটি লংগদু। পূর্ব ভারতের মিজোরাম অার পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ির দীঘিনালা থেকে। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেক ৭০ কি.মি অার দীঘিনালা থেকে ৪৯ কি. মি। সমতল ভূমি থেকে প্রায় ৩হাজার ফুট উঁচু পাহাড়ের চুড়ায় সাজেক। এখাকার প্রকৃতি ক্ষনে ক্ষনে রং বদলায়। সকালে সাজেক অার বিকালে সাজেক এক নয়, রঙের খেলা সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে উঠেই অাকাশেপানে তাকালে মনে হয়, কালো মেঘগুলো যেন সরিয়ে দিয়ে সাদা মেখের অানা গোনা শুরু হয়েছে। খাগড়াছড়ি থেকে দীঘিনালা আর্মি ক্যাম্প হয়ে সাজেক যেতে হয়। পরে পরবে ১০ নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প। যেখান থেকে আপনাকে সাজেক যাবার মূল অনুমতি নিতে হবে। তারপর কাসালং ব্রিজ, ২টি নদী মিলে কাসালং নদী হয়েছে। পরে টাইগার টিলা আর্মি পোস্ট ও মাসালং বাজার।
বাজার পার হলে পরবে সাজেকের প্রথম গ্রাম রুইলুই পাড়া যার উচ্চতা ১৮০০ ফুট। এর প্রবীণ জনগোষ্ঠী লুসাই। এছাড়া পাংকুয়া ও ত্রিপুরারাও বাস করে। পাহাড়ের কোল ঘেঁষে এই পাহাড়ি বাজারের পাশ দিয়ে চলে গেছে কাসালং নদী আর এঁকে বেঁকে চলা পাহাড়ি রাস্তা। পাহাড়ের বুক চিড়ে বয়ে যাওয়া সর্পিল নদী চলে গেছে দূরের পথ ধরে। মুক্ত আকাশের নিচে বিশাল সমৃদ্ধ বনভূমির সন্ধান পাবেন কেবল সাজেক ভ্যালির পথে। পাহাড়ের ভাঁজে ভাঁজে জুম চাষ, পাশের সীমান্ত ঘেঁষা ভারত থেকে আসা নদী। দুপাশেই আকাশচুম্বী পাহাড়ের বুকে উদ্ধত শিখর তুলে দাঁড়িয়ে আছে বৃক্ষরাজি। দীর্ঘজীবি বৃক্ষের দেখা মেলে এই পথে, মাঝে মাঝে বিচ্ছিন্ন বসতি। এখানে সকালটা শুরু হয় মেঘের চাদর গায়ে দিয়ে, আর বিকেলটা কাটে রঙিন মেঘেদের সঙ্গে গল্প করে ।
ভোরে সূর্য্যিমামা ওঠার আগেই পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা মেঘের দল প্রস্তুতি নিতে শুরু করে জেগে ওঠার। একসময় আড়মোড়া ভেঙে তারা ছড়িয়ে পড়তে থাকে কুয়াশার মতো। তখন এক হাত দূরের জিনিসও ঝাপসা হয়ে ওঠে। মুখ তুলে উঁচু গাছটির দিকে তাকালে দেখা যায় পথ ভুলে আঁটকে গেছে এক টুকরো সাদা মেঘ। সেই সাজানো গোছানো মেঘ বিছানো রাস্তা দিয়ে চলতে চলতে নিজেকে মনে হয় মেঘের রাজ্যের অতিথি। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকের সকালের দৃশ্য এটি। বর্ষাকালের প্রায় প্রতিটি সকাল এখানে শুরু হয় এভাবেই।
মাহমুদা আক্তার অন্তি
বিডি টাইম্স নিউজ