সপ্তাহ পেরুলেই আসছে পহেলা বৈশাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার ব্যস্ততা। এবারের প্রতিপাদ্য মানুষ ভজলে সোনার মানুষ হবি। অর্থাৎ মন্দ মানুষের ভেতরটাকে ধুয়ে মুছে বিশুদ্ধ করার বাসনা।
আসছে বাংলার নতুন বছর ১৪২৫। বর্ষবরণের মূল অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। বরাবরের মত এবারও তার ব্যস্ততা লেগেছে চারুকলায়। ২০তম ব্যাচের নেতৃত্বে কাজ করছে এক ঝাঁক শিক্ষার্থী।
ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এর আবেদন বেড়েছে কয়েক গুণ। আয়োজনে তাই রয়েছে গ্রামীণ জীবনের বর্ণিল উপকরণ। তৈরি হচ্ছে হাতি আর হরিণের বিশাল অবয়ব। আয়োজকরা জানালেন, এবার বর্তমান সমাজের অস্থিরতাকে গুরুত্ব দেয়া হয়েছে। মানুষই পারে একে দূর করতে, এটাই তাদের আহ্বান। ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। দিনে দিনে বেড়েছে রঙ, এসেছে বৈচিত্র্য।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ