নোয়াখালী প্রতিনিধি।। সারা দেশের মতো শনিবার (২’ডিসেম্বর) সকাল ৯.৩৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠে নোয়াখালী শহর।এতে ভয় পেয়ে অনেকে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছিলেন। একই সাথে আতংকেও ছিলেন তারা । তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা কোনো ধরণের দূর্ঘঠনা ঘটেনি।

মোজাম্মেল হোসেন নামে একজন বলেন, সকালের নাস্তা করছিলাম টেবিলে। হঠাৎ পুরো বাসা ও দরজা জানালা কেঁপে উঠলো। প্রথমে বুঝতে পারিনি। পরে অনুমান করতে পারলাম ভূমিকম্প। মাত্র কয়েক সেকেন্ড স্থায়িত্ব ছিলো। তবে ভয় পেয়েছিলাম। ইকবাল হোসেন নামে মাইজদী হাউজিং এষ্টেটের বাসিন্দা বলেন, পরিবারের সদস্যদের সাথে বসে কথা বলছিলাম। এমন সময় পুরো বাসা থরথর করে কেঁপে উঠলো। পুরো বাসার আসবাবপত্র ,টেবিল,চেয়ারসহ সবকিছু কাঁপছে। বুজলাম ভূমিকম্প হচ্ছে। কয়েক সেকেন্ড পর স্বাভাবিক হয়ে গেলো।

লিটন নামের আরেকজন বলেন, সকালে দোকান খুলছিলাম। এমন সময় মনে হলো পেছন থেকে কেউ ধাক্কাচ্ছে।মুহুর্তেই অনুভব করলাম দোকান যে ভবনে,সে ভবন নড়ছে। মাত্র কয়েক সেকেন্ডে ভয় দেখিয়ে শেষ হয়ে গেলো ভূমিকম্প।তবে ভববনের কোনো ক্ষতি হয়নি।তানজিদা নামে একজন গৃহিণী বলেন, রান্না ঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখলাম সব কিছু নড়ছে। প্রথমে বুঝতে পারিনি। স্বামীর চিৎকারে বুঝলাম ভূমিকম্প হচ্ছে। কয়েক সেকেন্ড পরে থেমে গেলো। পরীক্ষা শেষ হওয়ায় সন্তানরা ঘুমাচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া বড় কোনো দূর্ঘটনা ঘটেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে