
বিশ্বব্যাপী বিপুল পরিমাণ অর্ডার বাতিল করেছে বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির অর্ডার বাতিলের কারণে ব্যাপক লোকসানের শঙ্কায় বাংলাদেশের তৈরি পোশাক খাত। মূলত করোনা মহামারির পরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য বৈশ্বিক অস্থিরতার মধ্যে ইউরোপ-আমেরিকার ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। এ কারণে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফলে বিলিয়ন ডলারের অর্ডার বাতিল করে দিয়েছে বাংলাদেশের পোশাক খাতের অন্যতম প্রধান ক্রেতা ওয়ালমার্ট। এ’বিষয়ে ওয়ালমার্টের কর্মকর্তারা জানান, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির কারণে ইউরোপ-আমেরিকার ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দিয়েছে। তাই, অনেক অর্ডার বাতিল করতে হচ্ছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে ছয় মাস সময় লাগতে পারে, বলছে প্রতিষ্ঠানটি।
এদিকে, ওয়ালমার্টের এমন পদক্ষেপে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের পোশাকখাতে। বিজিএমইএ নেতারা বলছেন, বিভিন্ন কারখানার মালিক ওয়ালমার্টের অর্ডার বাতিলের তথ্য জানাচ্ছেন বিজিএমইএকে। বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী জানান, ওয়ালমার্ট এরই মধ্যে কিছু অর্ডার বাতিল করায় পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোম্পানিটি সরবরাহের জন্য প্রস্তুত কিছু অর্ডারের শিপমেন্ট বাতিল করেছে এবং প্রক্রিয়াধীন শিপমেন্টগুলোকে স্থগিত করে দিয়েছে।
রকিবুল আলম আরো বলেন, কারখানা মালিকদের কেউ বিজিএমইএকে অর্ডার বাতিলের বিষয়ে না জানালেও সংগঠনটি তাদের সদস্য কারখানাগুলোর সঙ্গে যোগাযোগ করেছে।














