
ডলারের দাম নিয়ে কারসাজির মাধ্যমে অতিরিক্ত মুনাফার অভিযোগে ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক। একই দিনে আরেকটি চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ডলার বিক্রির অতিরিক্ত মুনাফা নেওয়া যাবে না ব্যাংকের আয় খাতে। বুধবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এ’বিষয়ে চিঠি দেয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন ও সংশ্লিষ্ট ব্যাংক সূত্রে এ’তথ্য জানা গেছে।
ব্যাংক ছয়টি হলো- ডাচ বাংলা , সাউথ ইস্ট, প্রাইম, সিটি, ব্র্যাক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ডলারের দাম নিয়ে কারসাজির অভিযোগে আরো প্রায় এক ডজন ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের তদারকির আওতায় আনা হচ্ছে। এজন্য সব ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। আগে, ব্যাংকগুলোর ট্রেজারি-প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল।
বাংলাদেশ ব্যাংক বলছে, মার্কিন ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করায় এ’ব্যবস্থা নেওয়া হয়।বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের ডলার কেনাবেচার তথ্য পরিদর্শন করে পর্যালোচনা করে। পর্যালোচনায় বলা হয়েছে, কোনো কোনো ব্যাংক ডলার কেনাবেচা করে এক মাসে ৪০০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে। যার মাধ্যমে ডলারের বাজারকে আরো অস্থিতিশীল করে তোলা হয়। এর পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়। সামনে আরো ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।














