১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কর্মসূচি গহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৬ জুলাই-২০২২) নোবিপ্রবি জাতীয় দিবস উদ্ধসঢ়;যাপন কমিটির এক সভা মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল- আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, কালো ব্যাজ ধারণ, জাতীয় ও কালো পতাকা উত্তোলন (অর্ধনমিত), শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, জাতীয় শোক দিবস উপলক্ষে নোবিপ্রবি শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপন কর্মসূচি, দেয়ালিকা প্রকাশ।

এছাড়াও শোকাবহ আগস্ট উপলক্ষে নোবিপ্রবির হল ও অনুষদ সমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে। সভায় উপস্থিত ছিলেন,নোবিপ্রবির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী,নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মোঃ ফারুক উদ্দিন,নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য সচিব, জাতীয় দিবস উদ্ধসঢ়;যাপন কমিটি, মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন সহ নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ,বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ও দপ্তর প্রধানবৃন্দ সহ জাতীয় দিবস উদ্ধসঢ়;যাপন কমিটির সদস্যবৃন্দ।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে