রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।
মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর অবমাননার প্রতিবাদস্বরূপ অঙ্কিত ইসলামিক ক্যালিগ্রাফি মুছে ফেলার প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

আজ বুধবার (২০’শে জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীরা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে এই ক্যালিগ্রাফি অংকন করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ঈদ পরবর্তী ক্যাম্পাসে আসার পর আমরা দেখতে পাই এই ক্যালিগ্রাফিগুলো মুছে ফেলা হয়েছে।এর মাধ্যমে কিছু চক্রান্তকারী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল ও সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তারা আরও বলেন, যদি এর সুষ্ঠু বিচার না করা হয় তাহলে পুরো বিশ্ববিদ্যালয়ের সকল ক্যালিগ্রাফি মুছে দেবার কথা জানান। প্রশাসনের নিকট বাংলাদেশ সংবিধান ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের সকল ধর্মের শিক্ষার্থীদের সহবস্থান নিশ্চিতকরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় দাবি জানান। একইসাথে ৬ দফা দাবি জানান।

দাবিসমূহ হল-
১. মহানবীর অবমাননার প্রতিবাদে অঙ্কিত ইসলামিক ক্যালিগ্রাফি মুছে ফেলার কাজ প্রশাসন করে থাকলে ক্যাম্পাসের সকল দেয়ালচিত্র মুছে দিতে হবে অন্যথায় টিভি ফুটেজ দেখে দোষীদের শাস্তির আওতায় আনা হোক
২. পুরো ক্যাম্পাস জুড়ে ইসলামী মূল্যবোধ রক্ষার্থে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে ও ইসলামী মূল্যবোধ বিনষ্টকারীদের শাস্তির আওতায় আনতে হবে
৩. সকল প্রকার ইসলাম ফোবিয়া বন্ধ করতে হবে। ইসলামের বিধি নিষেধ পালনকারীদের হয়রানি বন্ধ করতে হবে
৪. ইসলামের সুমহান বাণী সকলের কাছে পৌঁছাতে চলতি বছর থেকেই দুইদিন ব্যাপী ইসলামিক ফেস্টের আয়োজন করতে হবে
৫. একাডেমিক ভবনে মেয়েদের জন্য আলাদা ওযু ও নামাযের জায়গা দিতে হবে
৬. আগামী রবিবারের মধ্যে উপরের দাবি মেনে না নিলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদে সাথে কথা বলে পরবর্তী কর্মসূচী জানানো হবে।

উল্লেখ্য, গত ১৪’ই জুন আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সাঃ)’র অবমাননার প্রতিবাদ ও ভালোবাসা প্রকাশের অংশ হিসেবেই সাধারণ শিক্ষার্থীরা ইসলামিক ক্যালিগ্রাফি অংকন করেছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে