রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের দুই শিক্ষার্থী যথাক্রমে বিএনসিসির সর্বোচ্চ র‍্যাংক সিইউও ও ফায়ারারে শ্রেষ্ঠ ইনসিগনিয়া অর্জন করেছেন। তারা হলেন যথাক্রমে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আফসানা আক্তার ও পরিসংখ্যান বিভাগের মেহেদী হাসান বাপ্পী। বুধবার বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুন কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে গত মঙ্গলবার (২৮ জুন) বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট আফসানা আক্তার বিএনসিসির সর্বোচ্চ র‍্যাংক ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি প্রাপ্ত হন। বিভিন্ন ধাপে ড্রিল, কমান্ড, লিখিত ও মৌখিক পরীক্ষায় কৃতিত্ত্বের সাথে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে তিনি এই পদোন্নতি পান। পরে সুন্দরবন রেজিমেন্টের ভারপ্রাপ্ত রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট দেওয়ান রফিকুল আউয়াল তাকে এ র‍্যাংকব্যাজ পরিয়ে দেন।

এছাড়াও, একইদিনে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার (পিইউও) মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ক্যাডেট ইন-চার্জ (সিইউও) মেহেদী হাসান বাপ্পীকে শ্রেষ্ঠ ফায়ারারের ইনসিগনিয়া পরিয়ে দেন। তিনি সুন্দরবন রেজিমেন্ট কতৃক আয়োজিত রেজিমেন্ট ক্যাম্পিং ২০২১-২২ উপলক্ষ্যে যশোর সেনানিবাসে আয়োজিত ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার অর্জনের স্বীকৃতি স্বরুপ এই ইনসিগনিয়া লাভ করেন। প্লাটুনের আরো ৭’জন ক্যাডেট বিভিন্ন পদে পদোন্নতি লাভ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের মধ্যে সার্জেন্ট পদে সানজানা রহমান(কৃষি ৩য় বর্ষ) ; কর্পোরাল পদে মেহেদী হাসান(গণিত মাস্টার্স) এবং আবু হুসাইন মোল্লা(ইতিহাস ৩য় বর্ষ), এছাড়াও ল্যান্স কর্পোরাল পদে ওয়াহিদা খানম উর্মি(বাংলা ৪র্থ বর্ষ), শেখ আব্দুর রহিম(আন্তর্জাতিক সম্পর্ক ৪র্থ বর্ষ), বেহেস্তি আক্তার(আন্তর্জাতিক সম্পর্ক ২য় বর্ষ), এলটি বিকাশ চাকমা(বাংলা ২য় বর্ষ) পদোন্নতি লাভ করেন। তারা সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট এডজুট্যান্ট ও বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার কর্তৃক তারা র‍্যাংকব্যাজ লাভ করেন।সর্বোচ্চ র‍্যাংক পাওয়া শিক্ষার্থী আফসানা আক্তার বলেন, আমার সফলতার জন্য সর্বপ্রথম মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমাকে নানা বিষয়ে সাহায্য কারী সংশ্লিষ্ট বিএনসিসি পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সর্বোচ্চ পদ মানেই দায়িত্ব বেড়ে যাওয়া। সে হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের জন্য সর্বাঙ্গীণ দায়িত্ব পালন করে যাব।

এ’বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের পিইউও মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া বলেন, পুরো সুন্দরবন রেজিমেন্টের মধ্যে আমাদের শিক্ষার্থীদের সফলতা আসলে দৃষ্টিগোচর হওয়ার মতো। তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও অদম্য ইচ্ছা এ অর্জসমূহ বয়ে নিয়ে আসছে। আমি তাদের সবার মঙ্গল কামনা করি৷ উল্লেখ্য, বশেমুরবিপ্রবি বিএনসিসি প্লাটুন ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে, বিভিন্ন সামাজিক কার্যক্রমসহ শিক্ষার্থীদের মানোন্নয়নে ব্যাপক অবদান রেখে আসছে ।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে