২০২২-২০২৩ অর্থবছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

কক্সবাজারের ইনানী বীচে হোটেল সি পার্ল-এ বেলা ১১টা ৪৫মিনিটে শুরু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু.আতাউর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষে স্বাক্ষর করেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।

কমিশনের সদস্য অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মোঃ আবু তাহের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন-১) ড. মোঃ নওয়াব আলী এসময় সেখানে উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে