বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের চূড়ান্ত ক্যাডেট বাছাই সম্পন্ন হয়েছে। আজ সোমবার (০৬ জুন, ২০২২) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে বিএনসিসি ক্যাডেট বাছাই অনুষ্ঠিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে থেকে ছেলেদের ২টি প্লাটুনে এবং মেয়েদের ১টি প্লাটুনের জন্য ৬২ জন বিএনসিসি ক্যাডেট নির্বাচন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটদের মধ্য থেকে অভিজ্ঞতা ও কাজের দক্ষতার ওপর পদোন্নতি প্রাপ্ত বিএনসিসি ক্যাডেটদের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এছাড়াও বেরোবির সাবেক ক্যাডেটদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য। প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ তাঁর বক্তব্যে বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, স্বেচ্ছাসেবামূলক সংগঠন থেকে শিক্ষার্থীরা সুশৃঙ্খল জীবন-যাপনের যে দীক্ষা লাভ করবেন তা ভবিষ্যত কর্মজীবনে কাজে লাগিয়ে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনসিসি ৩২ ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন প্রফেসর মোঃ রোজাইন বিএনসিসিও, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও বেরোবি বিএনসিসি’র পিইউও ইফফাত আরা বাঁধনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে