বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (০৫ জুন, ২০২২) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে সুপারি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এসময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব রোধ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মকে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহবান জানান বেরোবি উপাচার্য।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ গোলাম রব্বানী, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে