রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। বিশ্বব্যাপী উদ্যোক্তা তৈরি করতে ইউরোপীয় ইউনিয়নের MELBU (More Entrepreneurial Life at Bangladeshi Universities) শীর্ষক প্রকল্পের অধীনে জার্মান যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তারা হলেন , ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ নিয়ন, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী শরীফ মোহাইমিনুল জাহিদ তনয় ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানজিম মোস্তফা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা তৈরি করতে উদ্যোগ নেয় প্রকল্পটি। নির্বাচিত সবাই ইরাসমাস প্রোগ্রামের অর্থায়নে জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ে দুই সপ্তাহব্যাপী সামার স্কুলে অংশগ্রহণের সুযোগ পাবেন। এসময়ে প্রকল্প কর্তৃপক্ষ তাদেরকে আদর্শ উদ্যোক্তা বানাতে যাবতীয় বিষয় শিক্ষা দিবে। এক্ষেত্রে তাদের যাতায়াত খরচসহ জার্মানে অবস্থান কালীন সব খরচ বহন করবে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বিজনেস আইডিয়া সম্পর্কিত প্রতিযোগিতার পর গত ২৮ এপ্রিল ১৯ শিক্ষার্থীর খসড়া তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে এই শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্নভাবে বাছাই প্রক্রিয়া শেষে জার্মানি যাওয়ার সুযোগ পেলেন এই তিন শিক্ষার্থী। এছাড়াও দুজন শিক্ষার্থীকে অপেক্ষমাণদের তালিকায় রাখা হয়েছে। কোন কারণে ঐ তিনজনের কেউ না যেতে পারলে তাদেরকে সুযোগ দেওয়া হবে। তারা হলেন, ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাফসা সিদ্দিকী ও মার্কেটিং বিভাগের বি.এম সাকিবুল হাসান।

এ বিষয়ে নির্বাচিত শিক্ষার্থী শরীফ মোহাইমিনুল জাহিদ তনয় বলেন, একটি উদ্ভাবনী বিজনেস আইডিয়া নিয়ে বৈশ্বিক পরিমণ্ডলে কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমি এই আধুনিক ও বাস্তবসম্মত বিজনেস আইডিয়াকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে চাই। জার্মানি থেকে অর্জিত জ্ঞান আমার জন্য সে ক্ষেত্রে বড় সহায়ক হবে। আমার জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমে দেশ ও বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করতে চাই। আরেক শিক্ষার্থী হাবিবুল্লাহ নিয়ন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থেকেই মূলত রোবোটিক্স নিয়ে কাজ করা শুরু করি। তার মধ্যে তিনটাতেই বিজয়ী হই। তবে এর মাঝে কিছু বিজনেস আইডিয়া নিয়ে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু কোনটাতেই ভালো ফল পাচ্ছিলাম না। তবে আশাকরি এবার বিশ্বমানের উদ্যোক্তাদের কাছ থেকে উদ্ভাবনী শিক্ষা পেয়ে দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারবো। এ বিষয়ে প্রকল্পটির কো- অর্ডিনেটর ড. উটজ ডর্নবার্গার বলেন, আমরা উদ্যোক্তার শক্তিতে বিশ্বাসী।আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও মোকাবেলা সম্পৃক্ত যাবতীয় বিষয়ের বাস্তব ধারনা পাবে।

প্রসঙ্গত,MELBU মূলত জার্মান, পোল্যান্ড ও বাংলাদেশকে নিয়ে গঠিত প্রকল্প। ত্রৈদেশীয় এই প্রকল্পটি বাংলাদেশের খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে খুলনা অঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের তরুণ শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী উদ্যোক্তা তৈরিতে কাজ করে আসছে।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে