জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার বোরো ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে কৃষক বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব, খাদ্য পরিদর্শক খাদিজা আক্তার সেতু, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন্নাহার। সভায় জানানো হয়, এ বছর ৭৪৭ মেঃ টন ধানের লক্ষ্যমাত্রা পাওয়া গেছে। আগামী ২৮ এপ্রিল হতে ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ২৭ টাকা দরে একজন কৃষক ১ মেঃটন থেকে ২ মেঃ টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবে। পরে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রাপ্ত ৮৩৪ জন কৃষকের মধ্য থেকে ৬৯৭ কৃষককে ধান বিক্রির জন্য নির্বাচন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ