ক্যাম্পাস ডেস্কঃ বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল সাড়ে নটায় উদযাপন কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের প্রফেসর নূর উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা ও বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব মুহ. শামসুর রহমান বাবু, সদস্য শেখ মোস্তাফিজুর রহমান, মো. জুলফিকার আলী, মনিরুজ্জামান মোশতাক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম প্রমূখ।
পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নিয়ে উপস্থিত হয়ে উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকমণ্ডলীর। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে শোভাযাত্রা নিয়ে কুষ্টিয়া সরকারি পলিটেকনিক, আদর্শ ডিগ্রি কলেজ, গড়াই মহিলা কলেজ, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সেন্ট্রাল কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দ মাছ উদ রুমী কলেজর অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকমণ্ডলীর মাঝে বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত দেয়াল ঘড়ি, মগ, স্যুভেনির ব্যাগ, কলম, ফাইল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আনন্দ শোভাযাত্রা শহরের এনএস রোড হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














