বাংলাদেশে বিনিয়োগের ৭ সমস্যার কথা তুলে ধরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তিনি বলেন, শ্রম অধিকার ও কাজের পরিবেশ সন্তোষজনক না হওয়ায় মার্কিন বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ।

এসময় মার্কিন ব্যবসায়ীরা জানান, এসব সমস্যার সমাধান হলে বাংলাদেশে বাড়বে বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য তিনগুণ হবে।একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। যেখানে বছরে রপ্তানি ছয় বিলিয়ন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ আছে মার্কিনিদের।উদীয়মান বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের আগ্রহ বাড়ছে। যার প্রমাণ, চারদিনের ঢাকা সফরে শেভরন, জেনারেল ইলেক্ট্রিকসহ ৫০টি কোম্পানির প্রতিনিধি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে উচ্চাশার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান।তবে এই আগ্রহ কাজে লাগাতে অনেক কাজ করতে হবে বাংলাদেশকে, মত মার্কিন রাষ্ট্রদূতের। তার মতে মার্কিন বিনিয়োগ পেতে হলে বাংলাদেশকে সাত বিষয়ে উন্নতি করতে হবে। এগুলো হল, শ্রম অধিকার, কাজের পরিবেশ, আইনের প্রয়োগ, নীতির ধারাবাহিকতা, মেধাস্বত্বের সুরক্ষা, দ্রুত বিরোধ নিষ্পত্তি, ব্যবসা শুরুর প্রক্রিয়া দ্রুত ও সহজ করা।

পিটার হাস বলেন, শ্রম অধিকার ও কাজের পরিবেশ উন্নত না হলে ভবিষ্যতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া বাংলাদেশের জন্য কঠিন হবে। এই সমস্যার কারণে ডেভেলপমেন্ট ফিনান্স করপোরেশন ডিএফসির ঋণ পাচ্ছে না বলেও জানান তিনি।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে