রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ স্কলারশিপ ‘প্রেসিডেন্ট স্কলারশিপ’ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক শিক্ষার্থী সজীব মণ্ডল।

তিনি গণিত বিভাগের স্নাতক ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুর জেলায়।সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার প্রসিদ্ধ ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনিতে (ইউটিএস) সম্পূর্ণ অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন বশেমুরবিপ্রবির এই কৃতি শিক্ষার্থী। উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তিনি আগামী ১৭ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে যাত্রা করবেন।

এ বিষয়ে সজীব মণ্ডল বলেন, অস্ট্রেলিয়ার নামকরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করার স্বপ্ন আগে থেকেই ছিল। অবশেষে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি সম্পূর্ণ সরকারি অর্থায়নে এই উচ্চশিক্ষা (পিএইচডি) গ্রহণের সুযোগ পেয়েছি। আমার এ দীর্ঘ যাত্রায় আমার ছোটমামা শোভন দাস (পিএইচডি স্কলার, ইউনিভার্সিটি অব জর্জিয়া, যুক্তরাষ্ট্র), আমার সুপারভাইজার- মো. সিরাজুল ইসলাম (সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, বশেমুরবিপ্রবি) এবং আমার কো-সুপারভাইজার ড. মো. হায়দার আলী বিশ্বাস (অধ্যাপক, গণিত বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়) খুব কাছে থেকে আমাকে পথ-নির্দেশনা দিয়েছেন। আমি তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উদ্দেশ্যে সজীব বলেন, পড়াশোনা শেষ করে আমরা সাধারণত ভালো জব ব্যাংক বা বিসিএসের দিকে যাই, এর বাইরেও অনেক সুযোগ সুবিধা অপেক্ষা করছে। আমরা যদি দৃষ্টিটাকে একটু উঁচু করি, বিশ্বে আমাদের জন্যে অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমাদের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী চেষ্টা করে যেতে হবে।

সজীব মন্ডলের এই সাফল্যের প্রসঙ্গে বশেমুরবিপ্রবির গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং সজীব মন্ডলের থিসিস সুপারভাইজার মো: সিরাজুল ইসলাম বলেন, সজীব মন্ডল অত্যন্ত পরিশ্রমী এবং ডেডিকেটেড একটা ছেলে, গত তিন বছরে সে গবেষণায় যে পরিমাণ শ্রম দিয়েছে তাতে এটা তার প্রাপ্যই ছিল।আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

বশেমুরবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে