জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।ব্রাহ্মণবাড়িয়া থেকে চলতি বোরো মৌসুমে সাড়ে ১৪ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারিণ করেছে খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এবার জেলার ৬টি উপজেলায় কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে এবং ৩টি উপজেলায় ম্যানুয়াল পদ্ধতিতে ধান সংগ্রহ করা হবে। জেলা খাদ্য বিভাগ জানিয়েছে,ব্রাহ্মণবাড়িয়ার ৯ উপজেলা থেকে ১৪ হাজার ৬৩০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। এবার প্রতি কেজি ধানের দর নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে। ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ. মো. শহীদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুশান্ত সাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউছার সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ