
রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গোপালগঞ্জ জেলা রোভারের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই শিক্ষক বিজয়ী হয়েছেন। তারা হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ ( উডব্যাজার) ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জুবাইর আল মাহমুদ ( উডব্যাজার)।
বুধবার গোপালগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে রোভারের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পদাধিকার বলে জেলা রোভার সভাপতি নির্বাচিত হন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।এতে জেলা রোভার সম্পাদক হিসেবে মোঃমজনুর রশিদ ও জেলা রোভার লিডার মোঃ জুবাইর আল মাহমুদ নির্বাচিত হন।
উল্লেখ্য,এই নির্বাচনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯৮ জন রোভার নেতৃবৃন্দ অংশ নেয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেনগোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ মাইনুল আহসান ।
ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














