সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নিতে সরকার কঠোর হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ-সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি নতুন নির্দেশনা দিয়ে একটি চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো হয়েছে। হিসাব না পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়ার মতো কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনা আছে সরকারের।

নতুন অর্জন করা সম্পদ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ কি-না তা যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে ৫ বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিলের বিধিমালা আছে। তবে অভিযোগ রয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ নিয়ম মানছেন না, এ নিয়ে এতোদিন তেমন কোনো তদারকিও ছিল না।জনপ্রশাসন মন্ত্রনালয়ের শৃঙ্খলা ও তদন্ত বিভাগের যুগ্ম সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, বিধি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গতবছরের ২৪ জুন প্রতিটা মন্ত্রণালয়ে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তারপরও সাড়া না মেলায় এবার কঠোর হচ্ছে প্রশাসন।

জবাবদিহিতা নিশ্চিতে এমন উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। দুর্নীতি ঠেকাতে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করা হবে বলেও জানিয়েছে মন্ত্রনালয়।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে