
মূল্যস্ফীতিকে গুরুত্বের সাথে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। কোভিড পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ভোগ্য পণ্যের সাপ্লাই চেইনের ওপর বেশি মাত্রায় চাপ পড়ায় ও কাঁচামাল আমদানি খরচ বৃদ্ধির ফলে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সকালে অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত অনলাইন আলোচনায় এসব কথা উঠে আসে। এ’অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যে আমদানিকারকদের ঋণ সহায়তা ও আমদানিকৃত পণ্যের উপর আরোপিত শুল্ক কমানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত ‘বেসরকারি খাতের দৃষ্টিতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পর্যালোচনা’ শীর্ষক ওয়েবিনারে এ আহ্বান জানান তারা। এ’আলোচনায় অংশ নিয়েছেন ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং ঢাকা চেম্বারেরর ঊর্ধ্বতন সহ-সভাপতি আরমান হক প্রমুখ।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, কোভিড পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ভোগ্য পণ্যের সাপ্লাই চেইনের ওপর বেশি চাপ পড়ায় আমাদের দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ও কাঁচামাল আমদানিতে দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যে আমদানিকারকদের ঋণ সহায়তা ও আমদানিকৃত পণ্যের ওপর আরোপিত শুল্ক হ্রাস করা হলে সাধারণ জনগণ এ অবস্থা হতে মুক্তি পাবে বলে মত প্রকাশ করেন। তিনি আরো বলেন, কোভিড মহামারির কারণে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পণ্য রপ্তানিতে বাংলাদেশের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। একই সাথে তৈরি পোশাককখাতের পণ্যের বহুমুখীকরণ ও নতুন নতুন পণ্য উদ্ভাবনের জন্য উদ্যোক্তাদের আরো মনোযোগী হতে হবে বলে উল্লেখ করেন তিনি।
বেসরকারি খাতের দৃষ্টিতে চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনার আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার। আলোচনায় অর্থনীতির সার্বিক দিক তুলে ধরেছেন সংগঠনের সভাপতি। গেলো বছর বেসরকারি খাতের বিনিয়োগ কমেছে ২১ ভাগেরও বেশি। তবে ২০২০-২০২১ অর্থবছর থেকে ২০২১-২০২২ অর্থবছরে রপ্তানি বেড়েছে ২৮ ভাগ। আমদানিও বেড়েছে প্রায় অর্ধ-শতাংশ। এসময় দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন খাতের জন্য সুপারিশ করে ঢাকা চেম্বার।
আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, দেশের মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী অবস্থা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসময়, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ক্ষুদ্র ও মাঝারি খাতের গুরুত্ব তুলে ধরেন তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














