কবি জয়াশিস বণিকের “প্রেমাণুকাব্য এবং তুমি” এর পাঠ উন্মোচন। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা বিশ্বিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের আর সি মজুমদার মিলনায়তনে কবি জয়াশিস বণিকের ” প্রেমাণুকাব্য এবং তুমি” কাব্যগ্রন্থের প্রথম পাঠ উন্মোচিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথীর আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাসকুর এ সাত্তার কল্লোল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, কাজী মাহতাব সুমন, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা অঞ্চল ,বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সোহেল আনোয়ার, সাধারণ সম্পাদক ,বোধন আবৃত্তি পরিষদ ,চট্টগ্রাম, আহসান তমাল প্রশিক্ষণ সম্পাদক ,বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এবং কবি পিয়াস মজিদ। অতিথিদের প্রত্যেকেই বই সম্পর্কে তাঁদের মতামত প্রকাশ করেন এবং কবি জয়াশিস বণিকের কবিতা পাঠ করেন। এছাড়াও বিভিন্ন আবৃত্তি শিল্পীরা কবির প্রকাশিত ও অপ্রকাশিত বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। “প্রেমাণুকাব্য এবং তুমি” কাব্যগ্রন্থটিতে সমসাময়িক কালের ক্ষুদ্রক্ষুদ্র প্রেমাণুভুতিগুলো প্রকাশ পেয়েছে। যে কথাগুলো সহজে বলা হয়ে উঠে না সে কথাগুলো সহজ ও সাবলীল ভাষায় প্রকাশের চেষ্টা করা হয়েছে এই কাব্যগ্রন্থে।

বইটি প্রকাশ করেছে বর্ষাদুপুর প্রকাশনী এবং এবারের বইমেলাতেই বইটির দ্বিতীয় মুদ্রণ প্রকাশিত হয়েছে।

বিনোদন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে