চট্টগ্রামের ঝাউতলা রেলক্রসিংয়ে বাস-সিএনজি অটোরিকশা-ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাফিক পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন ।

শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে ঝাউতলা ক্রসিংয়ে ডেমু ট্রেনের জন্য গেট নামানো হয়। এ সময় গেটে সিএনজি অটোরিকশা দাঁড়ানো ছিল।কিন্তু হঠাৎ করে করে একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি সামনের ডেমুর সাথে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আরো দুইজনের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, জাকির হোসেন সড়কের ওই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে চট্টগ্রাম স্টেশনে যাওয়ার সময় দুই দিকের রেল গেইট আটকানো হয়েছিল।তার মধ্যেই একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেললাইন অতিক্রম করতে চেয়েছিল।

ওই সময় একটি বাসও তড়িঘড়ি পার হওয়ার জন্য অটোরিকশাটির পেছনে ছিল। বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে এটি রেললাইনে গিয়ে পড়ে। তখনই ট্রেনের সঙ্গে এর সংঘর্ষ হয়।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হচ্ছে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে