কুড়িগ্রাম জেলা সংবাদ।। ১৯৭১সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনীরা এদেশীয় রাজাকার আলবদর বাহিনীর সহযোগিতা নিয়ে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে অপারেশনের পরিকল্পনা করে। ঐ সময় হাতিয়া ইউনিয়নের সর্বত্রই মুক্তিযোদ্ধাদের আবাসস্থল ছিল বলে খ্যাত  আর সে কারণেই পাক হানাদার বাহিনী হাতিয়া অপারেশন করার পরিকল্পনা নেয়। আর সে পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তানী হায়নারা ১৯৭১ সালের ১৩ নভেম্বর দিনটিকে বেঁচে নিয়েছিল।

দিনটি ছিল রমজান মাসের ২৬ তারিখ। মুসলিম ধর্মাবলম্বীরা রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ার পরপরই পাকহানাদাররা তাদের পূর্বপরিকল্পনার অংশ হিসেবে হাতিয়া ইউনিয়নে অপারেশন শুরু করে। সে দিন ভোর বেলা থেকে শুরু করে সন্ধ্যা অবধি নিরস্ত্র মানুষের ওপর নির্দ্বিধায় গুলি চালায় পাক হানাদার বাহিনীর দল  এরপর দিনশেষে সেদিন ৬৯৭ জনকে ধরে নিয়ে এসে হাত ও চোখ বেঁধে দাগার কুটি নামক স্থানে ব্রাশফায়ার করে পাখির মত হত্যা করেছিল। দীর্ঘদিনের আন্দোলনের পর জাতীয়ভাবে না হলেও স্থানীয়ভাবে স্বীকৃতি পায় “হাতিয়া গণহত্যা দিবস”  তাই বেশ কয়েক বছর ধরে কুড়িগ্রামের ” উলিপুর উপজেলা প্রশাসন’র আয়োজনেই হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়ে আসছে । দিবসটি উপলক্ষ্যে আজ ১৩ নভেম্বর শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা অর্ধনমিত করা হবে স্মৃতিস্তম্ভ চত্বরে  সকালে পর্যায়ক্রমে হাতিয়া ইউনিয়নের অনন্তপুর বাজার সংলগ্ন দাগারকুটি গণহত্যা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মূল দাগার কুটি স্থানটি ব্রহ্মপুত্র নদের বুকে চলে যাওয়ায় স্মৃতিস্তম্ভটি স্থানান্তর করা হয় অনন্তপুর বাজার সংলগ্ন ত্রিমোহনী চত্বরে  দাগারকুটি গণহত্যা স্মৃতিস্তম্ভ চত্বরের আলোচনা সভায় প্রতিবছরই বক্তারা “হাতিয়া গণহত্যা দিবস” জাতীয়ভাবে পালন করার দাবি জানিয়ে আসছে  শহীদদের তালিকা তৈরিসহ স্মৃতিস্তম্ভ এ ৬৯৭ জনের নাম সংরক্ষণের দাবিও জানায় হাতিয়ার বাসিন্দারা।

প্রতিবছরের ন্যায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে মর্মে জানিয়েছেন, ১৩ই নভেম্বর ২০২১ হাতিয়া গণহত্যা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন  দিবসটির কর্মসূচিতে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, অধ্যাপক এম এ মতিন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ২৭, কুড়িগ্রাম-৩, বীর বিক্রম শওকত আলী চেয়ারম্যান, চিলমারী উপজেলা পরিষদ এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, চেয়ারম্যান উপজেলা পরিষদ উলিপুর  আলোচনা সভায় সভাপতিত্ব করবেন, বিপুল কুমার, উপজেলা নির্বাহি অফিসার উলিপুর  অন্যদিকে, দিবসটি পালনের লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক-সুজন এর আয়োজনে রয়েছে, উলিপুর বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২১  এর সময় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

কুড়িগ্রাম নিউজ ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে