বহু জল্পনা কল্পনা শেষে আগামী 28 শে নভেম্বর রবিবার ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ইউরোপ থেকে আমাদের সহকর্মী জি এম নাজমুল আহসান তুহিন জানান গতকাল 20 অক্টোবর সন্ধ্যায় পিয়াসা ভিক্টোরিয়ার হল রুমে নির্বাচনী প্রস্তুত কমিটি ও নির্বাচন কমিশনের এক যৌথ সংবাদ সম্মেলনে ইতালি আওয়ামীলীগের ত্রিবার্ষিক সন্মেলন ২০২১ ও  ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া ইতালি আওয়ামীলীগের  ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ এর তারিখ ঘোষণা শেষে সদস্য সচিব মোঃ আবু সায়েদ খান নির্বাচনী তফসিল ঘোষনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কেএম লোকমান হোসেন, নির্বাচন কমিশনের সদস্য দিদার হোসেন, হাজী মো: জসিম ঊদ্দিন , আফতাব ব্যাপারী, মজিবর শিকদার, শাহআলম, লিটন মিয়া, লিটন হাজারী প্রমুখ। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও গন মাধ্যম সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জিএম কিবরিয়া  ইতালী আওয়ামীলীগের  ত্রিবার্ষিক সন্মেলনের প্রস্তুতি ও অগ্রগতি সন্মন্ধে অবহিত করেন এসময় জিএম কিবরিয়া বলেন সম্পুর্ন নিরপেক্ষভাবে কাউন্সিলারদের ভোটে কেন্দ্রীয় ও ইউরোপীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্ধের উপস্থিতিতে শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে ইতালী আওয়ামীলীগের সন্মেলন ও কমিটি গঠিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেতৃ শেখ হাসিনার অনুমোদনের মাধ্যমে কমিটির নাম প্রকাশ করা হবে।

এ সময় ইতালী আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মীরা বাহিরে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরয়ান থেকে তেলওয়াত শেষে  ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি  আলী আহমদ ঢালী  আলীর মৃত্যুর স্মরনে দাড়িয়ে ১মিঃ নিরবতা পালন করা হয়।

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে