ইতালীতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব শামীম আহসান বলেছেন শেখ রাসেল বাংলাদেশের শিশুদের কাছে সব সময় অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন আজকের দিনের যে প্রতিপাদ্য বিষয় শেখ রাসেল দীপ্ত অদম্য আত্মবিশ্বাস তা যথার্থ বিভক্তির চেতনার সাথে সঙ্গতিপূর্ণ।
ইতালি থেকে আমাদের সহকর্মী জি এম নাজমুল হাসান তুহিন জানান গত 18 অক্টোবর ইতালি ত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এক রাসেল দিবস আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত জনাব শামীম আহসান এসব কথা বলেন। রাসেল দিবসটি যথাযোগ্য মর্যাদায় ইতালীস্থ দূতাবাসের মাধ্যমে পালন করা হয়েছে এর মাধ্যমে অনলাইন জুম মিটিং এর মাধ্যমে মান্যবর রাষ্ট্রদূত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আলোচনায় অংশগ্রহণ করেন। মিটিং-এর যেসকল যারা অংশগ্রহণ করেন তাঁদের মধ্যে ছিলেন ইতালী আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজী ইদ্রিস ফরাজী সাধারণ সম্পাদক হাসান ইকবাল বাংলাদেশ সমিতির সম্মানিত সভাপতি আফতাব বেপারী এম এ রব মিন্টু,সাংবাদিক নাজমুল আহসান তুহিন, সাংবাদিক রিয়াজুল ইসলাম,, হাবিবুর রহমান এবং তুহিনা সুলতানা সহ আরো অনেকে এই অনুষ্ঠানের আলোচনায় অংশ গ্রহন করে শেখ রাসেলের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।
ইতালিতে গভীর ভালোবাসা ও মমতায় শেখ রাসেলের জন্ম দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় ১৮ অক্টোবর সোমবার বাংলাদেশ দূতাবাস আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেলের 58 তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জুম প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিল শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, শেখ রাসেলের স্মরণে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, প্রমান্যচিত্র দর্শন, আলোচনা অনুষ্ঠান, শেখ রাসেলসহ তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।
মন্টি গ্রীন ও সার্বিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ শেখ রাসেল এবং 15 আগস্ট 1975 রাতে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শেখ রাসেলের স্মৃতিচারণ করে রাষ্ট্রদূত বলেন যে শেখ রাসেল বাংলাদেশের শিশুদের কাছে সবসময় অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হবে জনাব আহসান আরো বলেন যে আজকের দিনের যে প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্ত দীপ্ত আত্মবিশ্বাস যথার্থই দিবসটির চেতনার সাথে সঙ্গতিপূর্ণ।
ইতালিস্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জনাব এ এস এম সায়েম এর অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিপুলসংখ্যক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ করেন। শহীদ শেখ রাসেলের স্মৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত জন্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করেছেন
আন্তর্জাতিক নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স