নানান কাজে ব্যবহারের জন্য স্মার্টফোন ফোনের জুড়ি মেলা ভার। ব্যাংকিং থেকে শুরু করে খবরের কাগজ সবকিছুই এক নিমেষে হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছে স্মার্টফোন। তবে এখন থেকে কানের সংক্রমণও সারিয়ে তুলবে মোবাইল ফোন। সম্প্রতি এক গবেষণার ফলাফলে এ তথ্য উঠে আসে। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ আফ্রিকার ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার একদল গবেষক এমনটাই দাবি করেছেন।
প্রতিবেদনে বলা হয়, গবেষকেরা অটোস্কোপ নামে একটি ইমেজ প্রসেসিং প্রযুক্তি আবিষ্কার করেছেন। এর মাধ্যমে সংক্রমিত কানের পর্দার ছবি তোলা হয়। সে ছবি স্মার্টফোনের মাধ্যমে আপলোড করা হবে ক্লাউডে। তা দেখে চিকিৎসকেরা রোগীর কানের অবস্থা পর্যালোচনা করবেন। গবেষক দলে আশা করছেন এই প্রচেষ্টা গরিব দেশগুলোর ক্ষেত্রে খুবই কার্যকরী হবে।
গবেষকদের বরাত দিয়ে পিটিআইয়ের খবরে বলা হয়েছে, কানের সংক্রমণ (ওটিটিস মিডিয়া) সারাবে স্মার্টফোন।
সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্লড লরেন্ট বলেন, ‘ (ওটিটিস মিডিয়া) পদ্ধতি ব্যবহার করে স্বাস্থ্যকর্মীরা কান সংক্রমণের মাত্রা নির্ণয় করতে পারেন।’



























