গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (সুন্দরগঞ্জ) গোলাম মোস্তফা আহমেদ আজ সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

মঙ্গলবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর গোলাম মোস্তফা গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকা থেকে মাইক্রোবাসে করে ঢাকায় আসার পথে টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ও তার গাড়ির চালকসহ চারজন আহত হন। তাৎক্ষনিকভাবে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়া হয় এবং পরে ওই রাতেই তাকে ঢাকায় নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর ওই আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে তিনি সংসদ নদন্য নির্বাচিত হন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে