ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দুইবছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। এ উপলক্ষে বুধবার পুরো বিকাল জুড়ে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এক আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠান উপভোগ করেন কয়েক হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এম,পি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,জেলা আওয়ামীলীগ সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীর।
এসময় অন্যন্যের মাঝে বক্তৃতা করেন মুজিবুর রহমান বাবুল, এডভোকেট আবু তাহের, জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা,পৌর আওয়ামীলীগ সভাপতি মুসলিম মিয়া,জেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খান খোকন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলম খোকন,দপ্তর সম্পাদক তানজিন আহমেদ,অর্থ সম্পাদক মহসিন মিয়া,তথ্য গবেষনা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা,উপপ্রচার সম্পাদক স্বপন কুমার রায়,কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম,হাজি মাহমুদুল হক ভূঞা,শাহআলম(আলম),শাহআলম,সৈয়দ মোঃআসলাম,ফারুকুল ইসলাম,কাচন মিয়া,মাহমুদুর রহমান জগলু,খোকন আচার্য পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম,বিজয়নগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূঞা,জেলা মহিলা আওয়ামীরীগ সাধারণ সম্পাদক এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা যুবলীগ সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস,জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ,সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলাল,জেলা শ্রমিকলীগ ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন আলাল,সাধারণ সম্পাদক মালেক চৌধুরী,জেলা তাঁতীলীগ সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল,জেলা যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া খাতুন রাখী,জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল,সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন।
এরআগে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শতশত নেতাকর্মী ঢাক-ঢোল-ব্যানার-ফেস্টুন সহ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। আনন্দ সমাবেশকে কেন্দ্র আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্লোগান-মিছিলে প্রকম্পিত ছিলো পুরো শহর।
সমাবেশে সভাপতির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,আওয়ামীলীগের জন্মই হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। আওয়ামীলীগ সবসময় গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। স্বৈরতান্ত্রিক ও সামরিক সরকারের বিরুদ্ধে জনমানুষের ভোট-ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামীলীগ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ক্ষেত্রে আওয়ামীলীগের নিরন্তর প্রয়াস রয়েছে। তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের বিজয় হয়েছে বলেই বিএনপি সহ ভিন্ন মতের মানুষেরা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় তাদের নিজস্ব মতামত প্রচার ও প্রকাশ করছে দাপটের সাথে। তিনি আরো বলেন,শেখ হাসিনার উন্নয়নের সংগ্রামে দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। দেশের জনমত সর্বোতভাবে আওয়ামীলীগের পাশে আছে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন।
জহির সিকদার
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














