রাজধানীর মিরপুরের কালশী বস্তির আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে তার আগেই সেখানে পুড়ে যায় ছোট বড় ৬০-৭০টি ঘর।সোমবার দুপুর ২ টায় মিরপুরের সেকশন ১১ এর আদর্শনগর খিচুড়ি পট্টির বস্তিটিতে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পাওয়ার পরপরেই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে শুরু করে।
এই বস্তিতে যখন আগুন লাগে, তখন শ্রমজীবী মানুষরা বেশিরভাগই ছিলেন কর্মস্থলে। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে এসে ঘরের মালামাল বের করতে পেরেছে খুবই কম সংখ্যক। বাঁশ ও কাঠের ফ্রেমে টিনের ঘরগুলো সব পুড়ে যায়।বস্তির এক বাসিন্দা জানায়, বাসার পাশে চায়ের দোকানে ছিলাম। আগুন লাগার কথা শুনে গিয়ে দেখি সবাই দৌড়াদৌড়ি করছে। পরে ঘর থেকে কিছুই বের করতে পারলাম না।
র্যাব জানায়, এই বস্তিতে ২৮২টি পরিবার থাকতো। বস্তির পাশে টিনশেড হাফ বিল্ডিংগুলো কেবল অক্ষত আছে। বাকি সব পুড়ে গেছে।ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় ও বস্তিবাসীরাও আগুন নেভাতে সহায়তা করে। তবে পাশাপাশি ঘর থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের।
তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট