আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধিঃ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশজুড়ে ভাষ্কর্য অবমাননার মূল পরিকল্পনাকরী হচ্ছে বিএনপি।

দেশে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্চ করা হলেও বিএনপি প্রকাশ্যে কোন কথা বলার শাহস দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে দেশে নয়; বিএনপির রাজনীতিতেই ভয়াবহ দূর্দিন চলছে উল্লেখ করে তিনি বলেন, তথা কথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক তারা দিচ্ছেন; প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধিনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা।

শনিবার (১৯ নভেম্বর)  বেলা ১১টায় জেলার মান্দা উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ইমাজ উদ্দিন প্রামানিক এমপি, শহিদুজ্জামান সরকার এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপিসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে