বহিরাগত ও বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে আওয়ামী লীগের জেলা কমিটিতে পদ পাওয়ার ক্ষেত্রে কিছু প্রাকযোগ্যতা নির্ধারণ করেছে দলের নীতিনির্ধারকরা। সাবেক ছাত্রলীগ নেতা ছাড়া ব্যবসায়ী ও প্রবাসীদের জন্য জেলা কমিটিতে সর্বোচ্চ পদ হবে কার্যনির্বাহী সদস্য। এক্ষেত্রে স্থানীয় রাজনীতির বিভিন্ন দিকও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। দুর্নীতির বা অন্য কোন অভিযোগ আছে এমন কারো জায়গা হবে না কমিটিতে।
আওয়ামী লীগের জেলা উপজেলা কমিটি গঠনে কঠোর অবস্থানে দলের শীর্ষ নেতৃত্ব। জেলা পর্যায়ের নেতাদের হাত ধরে কারা আওয়ামী লীগের রাজনীতিতে ঢুকছে তা কঠোর ভাবেই পর্যবেক্ষণে রাখছে দল। জেলা নেতাদের প্রস্তাবের পর কেন্দ্রের শক্তিশালী যাচাই বাছাই কমিটির মাধ্যমে চুড়ান্ত হবে তৃণমূলের নতুন নেতৃত্ব।
বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা জানান, দলে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকানো ও দু:সময়ের কর্মীদের সঠিক মূল্যায়ন করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। বিতর্কিত ব্যক্তিরা আওয়ামী লীগের ঢুকে পড়ায় দলের ভেতরেই সমালোচনা রয়েছে। তাই শুদ্ধি অভিযানে কঠোর হচ্ছেন ক্ষমতাসীনরা। এই উদ্যোগের ফলে তৃণমূলের ত্যাগী ও অভিমানী কর্মীরা ফের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় হবেন বলে আশঅ করেন কেন্দ্রীয় নেতারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














