নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শনিবার বিকেলে নারায়ণগঞ্জে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।
মন্ত্রী আরো বলেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিষ্ঠানের একার পক্ষে রোধ করা সম্ভব না। অনুমোদন না থাকলেও অনেকে অবৈধ গ্যাস সংযোগ চালাচ্ছেন। এজন্য স্থানীয়দের সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ