দেশের বিভিন্ন ব্যাংকে নতুন করে সাইবার হামলার আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এ হামলা চালাতে পারে বলে ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সাইবার হামলার আশঙ্কায়, অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে। কোনো কোনো ব্যাংক, অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন করতে দিচ্ছে না। সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক সেবাদাতা ডাচ বাংলা ব্যাংক রাত ১১ টার পর এটিএম লেনদেন বন্ধ রেখেছে। সতর্কতা তুলে না নেয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি। ‌‌

বিগল বয়েজ নামে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে বলে তথ্য আছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। চিঠি পাওয়ার পরপরই নানা পদক্ষেপ নিয়েছে ব্যাংকগুলো।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে