কাজী সানজিদা রহমান, লাইফস্টাইল ডেস্ক।। আমরা যে সমস্ত পোশাক পরি তার সবগুলোই কি ফ্যাশনকে ফুটিয়ে তোলে নাকি আমরাই ফ্যাশন তৈরী করি নিজেকে ফুটিয়ে তোলার জন্য? নিজেকে সুন্দর, সুশ্রী এবং গোছানো ভাবতে কে না ভালোবাসে, আমরা যত ব্যস্তই থাকি না কেন তারপরও আমাদেরকে সবার সামনে সুন্দর ও মার্জিত ভাবেই থাকতে হয় সবার কাছে। সেই ভাবনা থেকে আসুন জানা যাক, ফ্যাশন বা স্টাইল কি!

ফ্যাশন হল যুগ, স্থান বা বিষয়কে আবর্তন করে গড়ে উঠা কোন সংস্কৃতি। যেখানে সকলের মধ্যে তা গ্রহন করার একটি প্রবনতা দেখা দেয়। আর স্টাইল কি, স্টাইল হল একটি ব্যক্তিগত বিষয়, যেখানে থাকতে পারে ফ্যাশন বা ট্রেন্ডি পোশাকটাকে আপনি ঠিক কিভাবে ব্যবহার করছেন। আমরা জানি, প্রাচীনকালে মানব জাতি গাছের ছাল বা বাকল দিয়েই তাদের শরীর আবৃত করত এবং যদি বলি সেই ছাল/বাকলই ছিল তাদের তখনকার ফ্যাশন এবং লাইফস্টাইল তা নিশ্চয়ই ভুল হবে না। ধীরে ধীরে, পৃথিবীর বিবর্তনে সে সমস্ত পোশাক পরিবর্তিত হয়েছে তা সুতা এবং কার্পাসে মোড়ানো শিল্প। ফ্যাশন যেহেতু একটি দেশ এবং সংস্কৃতিকে তুলে ধরে সেহেতু এর তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়গুলো সম্পর্কে জেনে রাখাও অত্যাবশকীয়।

যখন যেখানে যে সভ্যতা গড়ে উঠেছে সেখানেই মানুষ নিজেদের প্রয়োজনে তৈরী করেছে নতুন পোশাক, নিজস্ব ফ্যাশন এবং স্টাইল। আমাদের দেশে যুগে যুগে ফ্যাশনের পরিবর্তন ঘটেছে বিভিন্ন সময়ে, কিন্ত মূল লাইফস্টাইলটা থেকে মানুষ সরে আসেনি। যুগ যুগ ধরে চলে আসা আমাদের দেশের ট্রেডিশোনাল পোশাক যেমন- লুঙ্গি, ধুতি এবং নারীদের জন্য শাড়ি-ব্লাউজ। মূলত এসব ফ্যাশন কোনদিন বিলুপ্ত তো হয়ই নি বরং দিন দিন এইসকল পোশাকের আবেদন আরো নান্দনিক রূপ ধারন করেছে।

দেশে-বিদেশে বিভিন্ন রকমের ফ্যাশনের চলন দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ফ্যাশনকে উপলক্ষ্য করে বলেছিলেন.. “ফ্যাশানটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী”। কাজেই মুখোশ আর মুখশ্রীর সমন্বয়ই হলো লাইফস্টাইল। লাইফস্টাইলে কিছুটা ভিন্নতা আনতে আপনাকে সবসময় নতুনত্বের খোঁজ রাখতেই হবে। রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ির ফ্যাশনকে আজও স্বতস্ফূর্ততা সাথে নিজেদের মধ্যে লালন করে মানুষ, কারন ঠাকুর বাড়ির শাড়ি, ধুতি, ব্লাউজে এমনকি চেয়ার, টেবিল, বাসন-কোসনে যে নান্দনিকতা ছিল তা আজও বর্তমান ফ্যাশনকে ছাপিয়ে গেছে এবং যাচ্ছে। হালের ফ্যাশনে দিন দিন নতুনভাবে আবেদন তৈরী হচ্ছে। আপনি এবং আপনার সাধারন জীবন যাপনে সেই নতুনত্ব এবং ফ্যাশনের ব্যাপারটিকে কিভাবে আরও সহজ ও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারেন সেদিকটাতে নজর দেই।

লাইফস্টাইলে পোশাকের গুরুত্ব ঠিক ততটাই যতটা শরীরে খাবারের গুরুত্ব রয়েছে। ফ্যাশন হলো সার্বজনীন আর স্টাইল যেহেতু ব্যক্তিগত তাই সর্বজনীন এবং ব্যক্তিগত উভয়ের সমন্বয়ে সৃষ্টি হয় মূলত একটি ফ্যাশন ট্রেন্ড।

বর্তমানে আমাদের জীবন এতো বেশি ব্যস্ততায় আবদ্ধ যে, স্বস্তির নিঃশ্বাস ফেলা দুষ্কর। ধরুন, ব্যস্ত সময়ে হঠাৎ আপনার পারিবারিক, অফিসিয়াল বা বন্ধুবান্ধবদের কোন আয়েজনে অংশগ্রহন করতে হবে যেখানে না গেলেই নয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার জানা নাই আপনি ঠিক কোন পোশাকটি পরবেন এবং তার সাথে গহনা কি পরবেন, জুতো কি হবে, ওড়নাটা কেমন হলে ভালো হবে কিছুই মাথায় আসছে না। সেক্ষেত্রে, কিছুই না শুধু একটু সময় ব্যয় করুন এবং ভাবুন, প্রয়োজনে পুরোনো ওয়ারড্রোবটি একটু খুঁজুন, সেখান থেকে বেছে নিন রুচি, সময় ও আয়োজনের ধরন মাথায় রেখে নির্দিষ্ট পোশাকটি।

এ ব্যাপারে কথা হচ্ছিল, মানব সম্পদ বিভাগে কাজ করছেন মারদিয়া রহমানের সাথে, তিনি বিডি টাইমস নিউজেকে বলছিলেন, যেহেতু খুব ব্যস্ত সময় পার করতে হয় বিভিন্ন মিটিং, পার্টি এ্যাটেন্ড করতে হয় সেহেতু, পোশাকের ব্যাপারে খুব সচেতন থাকতে হয়, অল্প সময়ে কিভাবে গর্জিয়াস লুকে বের হওয়া যায় সেই চিন্তা তিনি ব্যস্ততার মাঝেই সেরে নেন। সেক্ষেত্রে আলাদা আলাদা ওয়ারড্রোব ব্যবহারের কথা বলেছেন এতে সুবিধা হল, আপনি খুব সহজে চট জলদি আপনার নির্বাচিত কাপড় পরিধান করে বাইরে বের হতে পারবেন। বলছিলেন, “আমরা সবাই কম বেশি একটা সমস্যার সম্মুখীন হই আর তা হল, আজ বেরোবার সময় কি পোশাক পরবো? তা হঠাৎ মাথায় থাকেনা সেক্ষেত্রে, ক্লাসিক লাইফস্টাইলকে গুরুত্ব দিয়েছেন। যার মানে হল, আপনি একই পোশাক বিভিন্ন সময় বিভিন্ন গহনা, জুতো বা ওড়না ব্যবহার করে নিজেকে একটা স্মার্ট লুক দিতেই পারেন।

আপনি হয়ত সব সময় কালারফুল পোশাকটি নির্বাচন করতে চাইবেন বিভিন্ন আয়োজনে কিন্ত একবার শুধু একটি রং কেই যদি বেছে নেন তাহলে কেমন হতে পারে যদি তা হয় শুধুমাত্র কালো রং! একটু চোখ বুলিয়ে নেবন, কালো রংয়ের পোশাকে কি দুর্দান্ত ট্রেন্ডি ফ্যাশন আপনি করতে পারেন।

আসছে ঈদ, হয়ত শপিং এ যেতে পারেন নি করোনা পরিস্থিতির কারনে, হয়ত জানেন না আপনার আলমারিতে ই রয়ে গেছে সব নান্দনিক এবং চমৎকার সব পোশাক। চলুন দেখে নেই বিভিন্ন লুকে আপনি নিজেকে কিভাবে সাজাতে পারেন আপনার সমস্ত সৌন্দর্যের দ্বার খুলে দিতে। পোশাক কে কিভাবে পরবে, কোনভাবে পরলে স্নিগ্ধ এবং আরও মার্জিত লুকে নিজেকে সাজানো যায় সে সম্পর্কে বলেন, বিষয়গুলোকে ৫’টি ভাগে ভাগ করেছেন। চলুন দেখি তা কেমন হতে পারে।রক চিক লুক
কালো শার্ট ড্রেসের সাথে তিনি পরামর্শ দেন ক্যাটস আই স্টোন এবং ব্রেসের স্টেটমেন্ট নেকলেস যেখানে রয়েছে প্রানী সংবলিত প্রিন্ট যার সাথে ম্যাচ করে পরতে পারেন এমন ই একজোড়া জুতো,হাতে ঘড়ি ও রাখতে পারেন কালো চামড়ার একটি সুন্দর ব্যাগ। আপনি ইচ্ছে করলে আপনার গহনা গুলো থেকে পছন্দ এবং মানানসই অন্য গহনাও পরতে পারেন।পার্টি ফরমাল লুক
খুব সহজে যে কোন ফরমাল আয়োজনে পরতে পারেন কালো শার্ট ড্রেসের সাথে সাদাকালো সিল্কের স্কার্ফ, একটি মুক্তোর মালা ও কানের দুল। অবশ্যই সাথে থাকবে সাদাকালোর সমন্বয়ে একটি গর্জিয়াস লুকের ব্যাগ এবং জুতো হওয়া চাই সাধারন চামড়ার সাদাকালো রংয়ের।কুল ভাইবস
আপনার এই লুকটি হতে পারে খুবই সাধারন এবং নান্দনিক, অবশ্যই এই লুকে আপনাকে দেখলে সকলের মধ্যে একটি শান্তি ভাব চলে আসবে। আমাদের দেশের শীত আবহাওয়ায় আপনি এমন একটি লুক দিতেই পারেন এমনকি কোথাও ঘুরতে যাবেন সে ক্ষেত্রেও এই লুকটি দারুন মানিয়ে যাবে। কালো শার্ট ড্রেসটির সাথে পরা যাবে একটি জ্যাকেট যা আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে। সাথে থাকছে বাদামী রংয়ের  ব্যাগ ও বাদামী একজোড়া জুতো।ফ্লোরাল এডিকটেড লেডি লুক
এই লুকে ফ্লোরাল স্কার্ফ কে অনেকবেশি ফোকাস করা হয়েছে। মূলত স্কার্ফটাই আপনার পুরো সজ্জাকে ফুটিয়ে তুলবে। শার্ট ড্রেসের কলারটা স্কার্ফ এর উপর টাই করে নিতে পারেন। পার্ল বা যেকোন স্টোনের গয়না পরতে পারেন সাথে মার্বেল মুটিভের ব্যাগ ব্যবহারের পাশাপাশি এক জোড়া মানানসই হালকা গোলাপি রংয়ের জুতো পরা যেতে পারে।চিল গোয়িং আউট
এই লুকে তিনি দেখিয়েছেন হ্যান্ড পেইন্টেড কাশ্মীরি স্কার্ফের ব্যবহার,তার সাথে রয়েছে মুক্তোর দুল,হাতে ঘড়ি, পায়ে সাধারন কালো রংয়ের চামড়ার জুতো।

ব্যাস,ফ্যাশন আপনার, স্টাইলও আপনার,আপনি এবং আপনার রুচি আপনাকে করে তুলতে পারে আরও বেশি গর্জিয়াস এবং রুচিশীল। মনে রাখতে হবে সব সময় অনেক অনেক টাকার শপিং এ ও হয়ত আপনি এমন কম্বিনেশন নাও পেতে পারেন যা একটু চিন্তা করলেই পেয়ে যাবেন আপনার ওয়্যারড্রোবে। ব্যস্ত জীবনে আপনি কিভাবে আপনার হাতের কাছের কাপড়, গহনা,জুতো  দিয়ে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন তার পুরো একটি ধারনা আশা করি পেয়ে গেছেন।

সুন্দর থাকুন, চির তরুন থাকুন, সহজ ও সুন্দর পোশাক পরিধান করুন। ফ্যাশন দুনিয়াতে জগতের সকল কিছুর মতন পোশাকেও পরিবর্তন দিন দিন পরিবর্তন আসছে এবং আসবে, এসব গুলোকে গ্রহন করে তার সন্নিবেশ ঘটিয়ে আপনি হতে পারেন ফ্যাশন আইডল।

কাজী সানজিদা রহমান, লাইফস্টাইল ডেস্ক
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে