বিশেষজ্ঞরা নেপাল থেকে ভারতের একটি কোম্পানির মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন এর ফলে বাংলাদেশকে বিদ্যুতের জন্য অহেতুক বাড়তি দাম দিতে হবে।

বিশেষজ্ঞরা নেপাল থেকে ভারতের একটি কোম্পানির মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ আমদানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন এর ফলে বাংলাদেশকে বিদ্যুতের জন্য অহেতুক বাড়তি দাম দিতে হবে।

অতি সম্প্রতি ভারত ও বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করার জন্য নেপাল সরকার সে দেশের বিদ্যুৎ কর্তৃপক্ষ বা এনপিএকে অনুমতি দিয়েছে। তবে নেপালের বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনপিটিসি এর মাধ্যমে করতে হবে বলে যে তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা ইতিমধ্যেই আলোচনা সমালোচনার জন্ম দিয়েছ। বলা হচ্ছে এই পদ্ধতিতে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করলে মধ্যসত্ত্ব ভোগীর মুনাফার কারনে বাংলাদেশকে এর জন্য বেশী দাম গুণতে হবে।

কনজিউমারস এসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব এর বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা এম শামসুল আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ভয়েস অফ অ্যামেরিকাকে বলেন বাংলাদেশের উচিৎ হবে কূটনৈতিক প্রচেষ্টা চালানো যাতে নেপাল থেকে সরাসরি বিদ্যুৎ আমদানি করা সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলছেন নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে