স্বাস্থ্যখাতের দুর্নীতি রুখতে সোচ্চার হচ্ছে ১৪ দল। এ নিয়ে জোটের নতুন সমন্বয়ক আমির হোসেন আমুকে জরুরি বৈঠকে বসার তাগিদ দিয়েছেন শরীক দলের নেতারা। তারা মনে করেন, এটাই হওয়া উচিত ১৪ দলের মূল এজেন্ডা। একসাথে নির্বাচন করলেও মন্ত্রিসভায় ঠাঁয় হয়নি আওয়ামী লীগ ছাড়া ১৪ দলের কারো। যা নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ জানিয়েছেন শরিক দলের নেতারা।
করোনাকালে রাজনেতিক কার্যক্রম প্রায় বন্ধ। সভা-সমাবেশ নেই ১৪ দলেরও। কিন্তু এখন আর বসে থাকার সময় নেই বলে মনে করছেন নেতারা। স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি দেয়ার তাগিদ তাদের। যে ২৩ দফার ভিত্তিতে ১৪ দলীয় জোট গঠন হয়েছিলো এর মধ্যে অন্যতম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান।
কাজেই জোটের স্বার্থে এ ইস্যুকে উপেক্ষা করা কাম্য নয় বলে সতর্ক করেন নেতারা। মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ৮ জুলাই আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সম্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়। শিগগিরই তার সাথে আলোচনায় বসছে শরীক দলগুলো।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














