দেশের ২২টি সংস্থা সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে দিনব্যাপী সাইবার সিকিউরিটি বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এ কথা বলেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে ৬টি খ্যাতিমান সাইবার সিকিউরিটি এজেন্সির শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
কনফারেন্সে বিভিন্ন সেশনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা কিভাবে আরো জোরদার করা যায় সে বিষয়ে পরামর্শ তুলে ধরেন বিশেষজ্ঞরা।
অনলাইন ডেস্ক, বিডি টাইমস নিউজ