লকডাউন শিথিল করে সরকার দেশকে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রতিটি ক্ষেত্রে অদূরদর্শিতা ও সমন্বয়হীনতার ফলে নভেল করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থ হয়েছে সরকার। করোনায় সব মৃত্যুর দায় সরকারের বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, সরকারের ব্যর্থতার কারণেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সাধারণ মানুষ, সাংবাদিক, চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সরকারি ছুটি চলা অবস্থায় শপিংমল, মার্কেট, পোশাক কারখানা খুলে দেয়া ঠিক হয়নি। এতে সংক্রমণের ঝুঁকি আরো বাড়বে। এভাবে চলতে থাকলে করোনা মোকাবিলা সম্ভব নয় উল্টো দেশ ভয়াবহ পরিণতির দিকে যাবে বলেও মন্তব্য করেন তিনি। পরে ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় সরকারকে আরো উদ্যোগ নেয়ার এবং বিএনপি নেতা-কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














