সদ্য প্রয়াত চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠুর (৫৩) প্রথম জানাজা গতকাল সোমবার, ৭ মার্চ বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডি-৪ নম্বরে তার বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রথম জানাজা শেষে মিঠুর মরদেহ বারডেম জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার একমাত্র ছেলে আর্য শ্রেষ্ঠ ইংল্যান্ডে থাকেন। তার আসতে আসতে বুধবার, ৯ মার্চ হয়ে যাবে। এরপর বুধবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার দ্বিতীয় জানাজা হবে। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার তৃতীয় জানাজা ও এফডিসিতে (বিএফডিসি) চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিঠুর মরদেহ নেওয়া হবে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে পঞ্চম জানাজার পর বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।