কুষ্টিয়া প্রতিনিধিঃ খোকসা সরকারি কলেজ মিলনায়তনে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার প্লানিং ও উচ্চ শিক্ষা শীর্ষক সপ্তদশ সেমিনার অনুষ্ঠিত।

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব মুহ.আনিস উজ জামান। মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডঃ মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী, খোকসা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল জনাব মোঃ জহুরুল ইসলাম এবং সমাজসেবক জনাব কারশেদ আলম। সেমিনারে প্রাণবন্ত আলোচনায় মুখ্য আলোচক ডঃ মোঃ জহুরুল ইসলাম কলেজ শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার প্ল্যানিংয়ের প্রয়োজনীয়তা ও পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।

মুখ্য আলোচক নতুন প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে একুশ শতকের নতুন নতুন পেশা অনুসন্ধানের উপর বিশেষ তাগিদ দেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জনাব মোঃ রবিউল হোসেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে