ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ‘বাঁচতে পারে একটি প্রাণ, স্বেচ্ছায় করুন রক্তদান’ স্লোগানকে সামনে নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ব্লাড ফর আশুগঞ্জ’ এর এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে স্থানীয় সরকারী শ্রম কল্যাণ কেন্দ্র মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ ও লিমা সুলতানা, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন, ‘ব্লাড ফর আশুগঞ্জ’ এর সদস্য আশিক, সাব্বির, শাহরিয়ার ইমন ও তারেক রহমান, সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়াস্থ সহযোগি সংগঠনের কর্মী আবু বকর, শেখ জান্নাত ও অনিক রায় ।
অনুষ্ঠানে আবু তালেব নামে একজন দুস্থ রোগীকে সংগঠনের পক্ষ থেকে ২ হাজার টাকা আর্থিক অনুদান ও ব্লাড ডোনারদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ